হোমফিচারশ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব - ১৭ - জগন্নাথদেবের চরণ ধুলি

শ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব – ১৭ – জগন্নাথদেবের চরণ ধুলি

শ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব – ১৭ – জগন্নাথদেবের চরণ ধুলি

সঞ্জয় বসাক, জগন্নাথ ভক্ত

একবার রাজাপুরে জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবের দিন ফটিকবাবুর স্ত্রী, নির্মলাদেবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং জগন্নাথ মন্দিরে বহু ভক্তসমাগম হয়েছিল।

সেদিন নির্মলাদেবী সারাদিন শয্যাশায়ী হয়ে রইলেন। মন্দিরে যেতে পারলেন না। স্নানযাত্রা শেষে যখন ফটিকবাবু গৃহে ফিরলেন এবং ঘরে প্রবেশ করলেন, তিনি মেঝের উপর এক অস্বাভাবিক চরণের ছাপ দেখতে পেলেন। তিনি উপলব্ধি করলেন যে এই চরণ চিহ্ন শ্রীজগন্নাথদেবের ছাড়া আর কারো নয়।

তিনি তৎক্ষণাৎ সেই পদচিহ্নের কিছু ধুলি নিয়ে নির্মলাদেবীর শরীরের উপর ছড়িয়ে দিলেন। এবং কিছুটা নিজের মাথায় দিলেন। তৎক্ষণাৎ নির্মলাদেবী রোগ পীড়া থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠলেন। জয় জগন্নাথ। শ্রীধাম মায়াপুরের নিকটতম রাজাপুরে জগন্নাথদেব এতটাই জাগ্রত যে ভক্তদের সাথে এরূপ অনেক লীলা করেছেন।

চলবে……

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img