হোমফিচারশ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব- ৫ - জগন্নাথ-পুরীর বিভিন্ন নাম

শ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব- ৫ – জগন্নাথ-পুরীর বিভিন্ন নাম

শ্রী জগন্নাথ লীলা মহিমা : পর্ব- ৫ – জগন্নাথ-পুরীর বিভিন্ন নাম

সঞ্জয় বসাক, জগন্নাথ ভক্ত

পুরীধাম : পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরী ধামে বাস করেন, তাঁকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরমপুরুষ। পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন। শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সবকিছুই পূর্ণ।

পুরুষোত্তম ক্ষেত্র : পুরী-ধাম পুরুষোত্তম ক্ষেত্র নামে খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তাঁর নিজ নামানুসারে এই স্থানের নামকরণ করেন। এই ধাম স্বয়ং ভগবান হতে অভিন্ন।

ভূস্বর্গ : পুরী-ধাম এই ধরণীর স্বর্গ নামে খ্যাত।

শ্রীক্ষেত্র : এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানির মাধুর্যভাবের দ্বারা সম্পৃক্ত।

শঙ্খ ক্ষেত্র : পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। ওড়িশার পবিত্র ভূমি চারটি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রগুলির নামকরণ হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর হস্তধৃত চারটি অস্ত্র –শঙ্খ, চক্র,গদা ও পদ্মের নামানুসারে।

ক) পুরীধাম শঙ্খ ক্ষেত্র নামে পরিচিত

খ) ভুবনেশ্বর চক্র ক্ষেত্র।

গ) জাজপুর গদা ক্ষেত্র এবং

ঘ) কোনারক হচ্ছে পদ্ম ক্ষেত্র।

শ্রী নৃসিংহ ক্ষেত্র : স্কন্দপুরাণ অনুসারে পুরী ধাম নৃসিংহ ক্ষেত্র নামে খ্যাত।

(চলবে)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img