হোমফিচারসত্যি-ই প্রেমের গল্প

সত্যি-ই প্রেমের গল্প

সত্যি-ই প্রেমের গল্প

শ্যামল সান্যাল

প্রেম সত্যি হয় কি না সবই গল্প..টা নিয়ে ভেবে কি হবে..হয়ত হয়.. কি ভাবে প্রেম আসে নীরবে,
জানালার পর্দা সরিয়ে, খোলা দরজা দিয়ে ঝড়ের মত..হয়ত আসে..।
রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক তুর্গেনিভের প্ৰেম, সত্যি। সে গপ্প শুনিয়েছিলেন মহান আর এক সাহিত্যিক, সৈয়দ মুজতবা আলী। বাঙালি বুদ্ধি বেচে খাওয়া এক দল কে, কি যেন বলে, সে কথা.. হা হা..থাক গে..।
আলী সাহেবের লেখার নাম: নেভার রাধা..
ব্যাপারটা এই:তাঁর লেখায়..অনেক প্রেমের কাহিনী পড়েছি..কিন্তূ একটা গল্প আমি কিছুতেই ভুলতে পারি নে । তার প্রধান কারন বোধ হয় এই যে , গল্পটি বলেছেন ওস্তাদ তুর্গেনিয়েভ। এবং শুধু তাই নয়-ঘটনাটি তাঁর নিজের জীবনে সত্য সত্য ই ঘটেছিল।


সে সময়ের মস্কো, পিৎসবার্গে জমিদার পরিবারের অতি সুপুরুষ তুর্গেনিয়েভ এর কঠিন অসুখ হয়েছিল। সেরে ওঠার পরে ডাক্তার বাবু ওঁকে গ্রামে গিয়ে হওয়া বদল করতে বলেন। নেভার নদীর পাড়ে ওনাদের সুন্দর বাড়ি তে গেলেন..
গ্রামটি নদীর পাড়ে, জেলেরা সেখানে মাছ ধরে দুমুঠো খাবার জোটায়। সেখানে সুদর্শন এক লাজুক তরুন ..লাজুক মুখচোরা ..।

কিশোর সে । মনে চোখে বুকে প্রেম। হাড়গোড় ভেঙে তরুন টি প্রেমে পড়লো এক মেয়ের, সে সাধারন , তেমন রূপসী নয়।

সেই প্রেম দুজনের, বড্ড ভালোবাসায় জড়িয়ে থাকে ওই প্রেমিক প্রেমিকা।
কিন্তূ তুর্গেনিভের বাড়ি থেকে ডাক এলো, সুস্থ তুমি। ফিরে এসো।
গল্পের শেষে মেয়েটি কে তুর্গেনিয়েভ বলেছিলেন,ফিরে আসবো গো তোমার ই কাছে। কি আনবো তোমার জন্য..?
সেই মেয়ে কান্নায় ভেঙে পড়ে বলেছিল, শুধুমাত্র ফিরে এস তুমি।
অনেকবার তুর্গেনিয়েভ জানতে চাইবার পরে সে বলেছিল , একটা সুগন্ধি সাবান আনলেই হবে। তুমি তো আমাকে আদর করে, হাতে চুমু খাও… আমার শরীরে মাছের গন্ধ লেগে থাকে, তাই..।
তুর্গেনিয়েভ আর ফিরে আসেন নি..
গপ্পের মতই এই সত্যি প্রেমের গল্প.. তাই না..?

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img