হোমপত্রপত্রিকাঅণুগল্প : ফিরে এলো

অণুগল্প : ফিরে এলো

অণুগল্প : ফিরে এলো

সুব্রত সরকার: সুখরঞ্জন একচিলতে বারান্দাটায় বসে কাগজ পড়ছেন। আশি অতিক্রান্ত বয়সেও সকালের কাগজটার জন্য প্রাণ-মন ছটফট করে। এ তাঁর বহুদিনের সুঅভ্যাস।

কাগজে করোনা ও লকডাউনের বড় বড় খবরের পাশে ছোট ছোট অন্যরকম খবরও আছে।” কমিউনিটি কিচেন”, কিছু মোষ তাড়ানো মানুষ যৌথভাবে এসব করছেন। কত অভুক্ত মানুষ সেখানে খাচ্ছেন। পথের কুকুর-বিড়ালকেও কত লোক খাওয়াচ্ছেন। এক টাকায় এক ব্যাগ বাজার অভাবী মানুষের হাতে তুলে দিচ্ছে একদল যুবক। স্কুলের ছাত্র মিড ডে মিলের চাল গ্রামের দুঃস্থ দিদাকে দিয়ে আসছে।প্রবীণ মানুষ জীবনের শেষ সঞ্চয় থেকে লক্ষ টাকা ত্রাণের জন্য দিয়ে দিলেন!..

” দাদু, আমি বাজারে যাচ্ছি। তোমার কিছু আনতে হবে? ওষুধ-টষুধ সব আছে তো?”

সুখ রঞ্জন মুখ তুলে চেয়ে দেখেন,দূরে দাঁড়িয়ে মুখে মাস্ক পরা পাশের বাড়ির হিয়া।

সুখরঞ্জন কলেজে পড়া হিয়ার দিকে চেয়ে বলেন, “আজ তো বৃহস্পতিবার, তোর দিদার পুজোর ফুল লাগে। তুই কি বাজার থেকে এনে দিতে পারবি?”

হিয়া হেসে বলে, “আমাদের বাড়ির বাগানেই তো কত ফুল। দিদার পুজোর ফুল আমি বাড়ি থেকেই দিয়ে যাব।”

সুখরঞ্জন নীরবে হাসলেন। হিয়া সাইকেল চালিয়ে চলে গেল।

কাগজ থেকে চোখদুটো সরিয়ে দূরের শূন্যতায় দৃষ্টি ভাসিয়ে দিয়ে সুখরঞ্জন ভাবছেন,আগে তো কোনওদিন ও এমন করে খোঁজ নেয় নি! জানতে চায় নি, কিছু প্রয়োজন আছে কিনা!.. তবে কি এই দুঃসময়ে ফিরে এলো মানুষের জন্য মানুষের এই ভালোবাসা। এই সহমর্মিতা!..

পুজোর ফুলে আজ যেন ভালোবাসার স্পর্শ লেগে
গেল!..

সুখরঞ্জন বড় সুখ পেলেন এভাবে ভাবতে পেরে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img