দেবদাস কুণ্ডু
–সহেলি তুমি পড়ে যাবে। বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছো। ভাঙা রেলিং। যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারো, চন্দ্রনাথ বলল।
সহেলি চুপ।
–আবার বলছি সরে এসো। তুমি দাঁড়িয়ে আছো বিপজ্জনক জায়গায়।
–তুমি আমায় নিয়ে এসেছো বিপজ্জনক জায়গায়।
–আমি?
–হ্যাঁ তুমি। আবার বলছো তুমি কিছু বুঝতে পারো নি। গঙ্গায় পড়লে ঐ ছেলেগুলি যারা লঞ্চ থেকে ঝাঁপ দিচ্ছে, ওরা বাঁচাবে। ওরা চুম্বক দিয়ে গঙ্গার তল থেকে পুর্ণ্যাথীদের দেওয়া টাকা তোলে। এভাবে বাঁচে। ওরা সৎ। তোমার মতো অসৎ নয়।
—আমি অসৎ?
—তুমি তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। এদিকে বলছো ওর শরীর গরম ছিল।
সেক্সচুয়াল একসাইটেড হলে গা তো গরম হবে।
সেই গরম আর জ্বর এক হলো? জ্বর মানে প্রোভাবলি করোনা ভাইরাস। পজিটিভ কিনা কে বলতে পারে? তুমি নিশ্চয় মাস্ক পরোনি তখন?
–মাস্ক ছিল। রুকি টেনে খুলে দিল। বলল, মাস্ক থাকলে চুমু হয়? আর চুমু না হলে রুকির একশো ভাগ তৃপ্তি হয় না।
—হাতে গ্লাভস ছিল?
–সে তো আগেই খুলে ফেলে ছিল।
–ও না তুমি?
–রুকি ।
-তাহলে তো হানডেড পার্সেন্ট করোনা।
–পরীক্ষা না হলে
1
–পরীক্ষা তো করতে হবে।
–কোথায়?
–কোথায় আবার? সরকারি হাসপাতালে।
–ওরা তো প্রশ্ন করবে কেন হঠাৎ আমি—
–সত্যি কথাটা বলবে।
–সেটা বলা যায়?
–তবে বেসরকারি হাসপাতালে করতে হবে।
–সে না হয় করলাম। কিন্তু বাড়িতে কি বলবো?
আমি গ্লাভস পরি। মাস্ক পরি। ফেস গার্ড পরি। হেয়ার কভার ব্যবহার করি। বাড়ি ফিরে
জামাকাপড় স্যানিটারাইজ করি। চান করি। জুতো পর্যন্ত জীবাণুমুক্ত করি। এরপর যদি করোনা পজিটিভ হয় তবে ….
2
বাইপাশের ধারে নাম করা হাসপাতাল। বেশ ভিড়। সব কি করোনা টেস্ট করতে এসেছে?
সকলের মধ্যে একটা ফোবিয়া ঢুকে গেছে।
চন্দ্রনাথ কাউন্টার থেকে ফর্ম এনে সহেলির পাশে বসলো। দু জনে মিলে ফর্ম পূর্ণ করল এক ঘন্টা ধরে। গুষ্টির হিস্ট্রি দিতে হচ্ছে।
–তোমার কাছে ডেবিট কার্ড আছে তো? । পাঁচ- সাত হাজার লাগতে পারে। কাগজে দেখছিলাম।
–সে নিয়ে চিন্তা হচ্ছে না। ভয় করছে।
–ভয়ের কি আছে? তুমি তো বুড়ো না।
-করোনা কাউকে রেহাই দিচ্ছে না। ব্রিটেনের পিএম-এর হয়েছে।
—এটা তোমার আগে ভাবা উচিত ছিল।
–ব্যাপারটা তো হঠাৎ হয়
–তুমি এক কাজ করো তো।
তোমার তো ফর্ম জমা দিয়েছো। কি বলল ওরা?
–লালারস নেওয়ার এক্সপার্ট আসছে। অপেক্ষা করতে বলল।
সহেলি বলল—তুমি কাউন্টারে যাও।
—আবার কাউন্টারে কেন? ওরা নাম ধরে ডাকবে।
–যা বলছি তাই কর। কাউন্টারে যাও। আর একটা ফর্ম নিয়ে এসো।
–কেন? কার জন্য?
–গত পরশু দেবাংশু আমাকে..…