নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পিবিসিএল টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল। রবিবার পানিহাটি স্পোর্টিং ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছিল আয়োজক টিম পিচ বার্নার্স এবং ইনক্রিমেন্টাম ইনভেস্টমেন্ট সলিউশন। ড্যাস স্পোর্টসের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কর্পোরেট টিমগুলি অংশ নিয়ে থাকে।
এবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল চারটি সংস্থা। এগুলি হল, পিচ বার্নার্স, ন্যাশনাল ইনস্যুরেন্স , কর্নিকা টাইলস এবং ইনক্রিমেন্টাম ইনভেস্টমেন্ট।
টসে জিতে পিচ বার্নার্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে পিচ বার্নার্স ২৫০ রান তোলে। অরিত্র বসু ১২৯ এবং অয়ন হাজরা ৬৫ করেন।
ইনক্রিমেন্টামের পক্ষে স্নেহাশিস আদক এবং বরুণ সরকার দুজনেই ৯৭ রানে অপরাজিত থেকে যান। তিন উইকেট হারিয়ে ২৯.১ ওভারে ২৫১ রান তুলে জয় ছিনিয়ে নেয় লক্ষে ইনক্রিমেন্টাম।
ইনক্রিমেন্টাম টিমের বরুণ সরকার অপরাজিত ৯৭ করে ম্যান অফ থেকে ম্যাচ নির্বাচিত হন। পিচ বার্নার্সের অরিত্র বসু ১২৯ রান এবং একটি উইকেট দখল করে আউটস্ট্যান্ডিং প্লেয়ার অফ দি ম্যাচ হন।