হোমআন্তর্জাতিকমৃত্যু-মিছিলে ইতালির পর চিনকে টপকে গেল স্পেনও, বিশ্বে মৃত ছাড়াল ২১ হাজার

মৃত্যু-মিছিলে ইতালির পর চিনকে টপকে গেল স্পেনও, বিশ্বে মৃত ছাড়াল ২১ হাজার

মৃত্যু-মিছিলে ইতালির পর চিনকে টপকে গেল স্পেনও, বিশ্বে মৃত ছাড়াল ২১ হাজার

ইতালির মতোই স্পেনেও ভয়াবহ আকার ধারণ করছে করোনা ভাইরাস সংক্রমণ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে মৃতের সংখ্যার নিরিখে চিনকে টপকে দু’ নম্বরে উঠে এলো স্পেন৷ দেশের উপপ্রধানমন্ত্রী কারমেন কালভো-ও করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন৷ শুধুমাত্র বুধবারই স্পেনে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে৷ স্পেনে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৩৪৷  বিশ্বে মৃত ছাড়াল ২১ হাজার ৷

ইতিমধ্যেই ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে৷ পৃথিবীর মধ্যে সেখানেই মৃতের সংখ্যা সর্বাধিক৷ তার পরেই জায়গা করে নিয়েছে স্পেন৷ গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছাড়িয়েছে৷ তার মধ্যে ১ লক্ষ ১২ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img