নাম জগদীপ সিং। ‘কোয়ান্টামস্কেপ’-এর প্রাক্তন সিইও। ভারতীয় বংশোদ্ভূত জগদীপ থাকেন মার্কিন মুলুকে। এই মুহূর্তে তিনিই কি ‘বিশ্বের সবচেয়ে বেশি’ বেতন পাওয়া কর্মী। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক খবরে দাবি করা হয়েছে, জগদীপের বার্ষিক বেতন নাকি ১৭,৫০০ কোটি টাকা! সেই হিসেবে তাঁর দৈনিক বেতন ৪৮ কোটি!
কোয়ান্টামস্কেপ’-এর পক্ষ থেকে এই বেতন সম্পর্কে বলা হয়েছে, ‘এই দাবির পক্ষে কোনও প্রামাণ্য নথি বা তথ্যগত ভিত্তি নেই।’
৮ ফেব্রুয়ারি, ২০২৪-এ ‘কোয়ান্টামস্কেপ’-এর সিইও পদ থেকে ইস্তফা দেন তিনি এবং সংস্থার বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ চালানোর সিদ্ধান্ত নেন। ২০১০ সালে টিম হোম এবং ফ্রিৎজ্ প্রিনজ়ের সঙ্গে মিলে কোয়ান্টামস্কেপ প্রতিষ্ঠা করেন জগদীপ।কোয়ান্টামস্কেপ বৈদ্যুতিক গাড়ি (ইভি)-র ব্যাটারি তৈরি করে। এই ‘সলিড-স্টেট’ লিথিয়াম ব্যাটারি সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশি শক্তিশালী এবং বেশি সুবিধা প্রদান করে। এই ব্যাটারি চার্জ করতেও তুলনামূলক ভাবে কম সময় লাগে।
আমেরিকার বাসিন্দা জগদীপ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। এ ছাড়াও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জগদীপের।
টিম এবং ফ্রিৎজ়ও স্ট্যানফোর্ডেই পড়তেন। সেখান থেকেই একসঙ্গে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির পরিকল্পনা। কোয়ান্টামস্কেপ প্রতিষ্ঠার আগে এইচপি এবং সান মাইক্রোসিস্টেমসের মতো সংস্থাতেও কাজ করেছন জগদীপ।