৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ মে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। তৃণমূল সূত্রে খবর, মন্ত্রিসভায় এবার বেশ কিছু নতুন তরুণ মুখ দেখা যেতে পারে। মমতা জানিয়েছেন, করোনার কারণে এবার শপথ গ্রহণে বড় কোনও অনুষ্ঠান হবে না।
সোমবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ফের স্পিকার হচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়।
সোমবার তৃণমূল ভবনে নব নির্বাচিত বিধায়কদের মুখোমুখি হন মমতা। সেখানে তাঁদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিকদের তিনি বলেন, কোভিড মোকাবিলাই এখন প্রধান কাজ।
এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, তৃণমূল ছেড়ে যাঁরা অন্য দলে চলে গেছেন, তাঁরা ফিরতে চাইলে ফিরতে পারেন।
আজ সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন মমতা। সেখানে শপথ গ্রহণ নিয়ে আলোচনা হয়।