হোমরাজ্যউত্তর ২৪ পরগনার এই কেন্দ্রেই কি দাঁড়াচ্ছেন মমতা?

উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রেই কি দাঁড়াচ্ছেন মমতা?

উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রেই কি দাঁড়াচ্ছেন মমতা?

নির্বাচনের কমিশনের ঘোষণা অনুযায়ী, নন্দীগ্রামে হেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে যাওয়ার কথাও বলেছেন মমতা। তবে হারলেও, এই মুহূর্তে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথে তা বাধা হয়ে দাঁড়াবে না। সেক্ষেত্রে আগামী ৬ মাসের মধ্যে রাজ্যের যে কোনও আসন থেকে তাঁকে জিতে আসতে হবে।

প্রশ্ন হল, কোন আসনে লড়বেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা, খড়দহ কেন্দ্রে দাঁড়াতে পারেন মমতা। তৃণমূল শিবিরেও এই মুহূর্তে খড়দহ নিয়ে জোর চর্চা চলছে। এই আসনে জয়ী হয়েছেন এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা
কাজল সিনহা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে কাজল সিনহার মৃত্যু হয়েছে। তাই ওই আসনে আবার ভোট হবে।

খড়দহে গত বিধানসভা নির্বাচনে জিতেছিলেন রাজ্যের বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার স্বাস্থ্যের কারণে তিনি ভোটে দাঁড়াননি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img