হোমরাজ্যশীর্ষ নেতাদের হারের দায় নিতে হবে, তন্ময়ের বিস্ফোরক মন্তব্যে বিপাকে সিপিএম

শীর্ষ নেতাদের হারের দায় নিতে হবে, তন্ময়ের বিস্ফোরক মন্তব্যে বিপাকে সিপিএম

শীর্ষ নেতাদের হারের দায় নিতে হবে, তন্ময়ের বিস্ফোরক মন্তব্যে বিপাকে সিপিএম

বিশেষ প্রতিনিধি : নির্বাচনে সিপিএমের ভরাডুবি নিয়ে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন দমদম উত্তর কেন্দ্রের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ভোটে হেরে বললেন, “এটা বিপর্যয়, এই বিপর্যয়ের দায় দলের শীর্ষ নেতাদের নিতে হবে। আব্বাস সিদ্দিকীকে ডেকে এনেছিলেন যে পলিটব্যুরো নেতা তাঁকে এবং রাজ্য নেতাদের সব দায় নিতে হবে।”

রবিবার একটি চ্যানেলে এইসব বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “নেতাদের জন্য আজ দলটা রাজ্য বিধানসভায় জায়গা পেল না । অপ্রাসঙ্গিক হয়ে গেল সংসদীয় রাজনীতি থেকে।তাঁরা ঠিক করুন ফুটো বাটি নিয়ে রাস্তায় ঘুরবেন
কি না।”

দলের বিরুদ্ধে মুখ খুলে তিনি শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন কি না, এই প্রশ্নের উত্তরে তন্ময়বাবু বলেন , “আমি বামপন্থী ছিলাম, আছি, এবং থাকব।” এই বিষয়ে সি পি এম নেতৃত্বের বক্তব্য জানা যায়নি। কিন্তু রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভোটে বিপর্যয় এবং তন্ময়ের মন্তব্য নিয়ে সিপিএমের অন্দরে ব্যাপক কাজিয়া শুরু হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img