হোমরাজ্যঅক্সিজেন দিন, ভ্যাকসিন পাঠান, কেন্দ্রীয় দল কেন? প্রশ্ন মমতার

অক্সিজেন দিন, ভ্যাকসিন পাঠান, কেন্দ্রীয় দল কেন? প্রশ্ন মমতার

অক্সিজেন দিন, ভ্যাকসিন পাঠান, কেন্দ্রীয় দল কেন? প্রশ্ন মমতার

শপথ গ্রহণের পর একদিনও পেরোয়নি। তার মধ্যেই রাজ্যের হিংসা পরিস্থিতি দেখতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। এ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল পৌনে ১১টায় শপথ নিয়েছি। কয়েক ঘণ্টার মধ্যেই এল কেন্দ্রের চিঠি। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যে এল কেন্দ্রীয় দল। আগে কখনও এরকম দেখিনি।”

মমতার কথায়, “রাজ্যে যখন ভ্যাকসিন ছিল না তখন ওরা আসেননি। রাজ্যে যখন অক্সিজেন ছিল না, তখনও তো ওঁরা আসেননি। দিল্লিতে দাঙ্গা হল, হাথরসে যখন অতবড় ঘটনা ঘটল, তখন কেন্দ্রীয় দল যায়নি। আর পশ্চিমবঙ্গে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চলে এল!”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “যেখানে ওরা বেশি সিট পেয়েছে, সেখানেই গুন্ডামি করছে। কোচবিহারে হিংসা বেশি হচ্ছে। আমার কাছে খবর আছে, বিজেপির কিছু কেন্দ্রীয় নেতা অশান্তিতে উস্কানি দিচ্ছেন। বিজেপি আসলে মানুষের রায় মেনে নিতে পারছে না। ওঁদের আমার অনুরোধ আপনারা সংযত হোন। মানুষের রায় মেনে নিন।”

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img