রাজ্যের ৪৩ জন মন্ত্রীর মধ্যে ৩২ জনই কোটিপতি। মন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৪.২৯ কোটি টাকা। মোট সম্পদের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছেন কসবার বিধায়ক বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩২.৩৩ কোটি টাকা।
এই তথ্য জানিয়েছে West Bengal Election Watch এবং Association for Democratic Reforms.
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের রাজ্য কো-অর্ডিনেটর উজ্জয়িনী হালিম জানিয়েছেন, মন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম সম্পদ রয়েছে ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদার। তাঁর সম্পত্তির পরিমাণ ৩.০৬ লক্ষ টাকা।
মন্ত্রীদের মধ্যে ১০ জন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ৩২ জন স্নাতক এবং একজন ডিপ্লোমা ডিগ্রিধারী।