হোমরাজ্যসাগরের উন্নয়নের অঙ্গীকার বঙ্কিমের, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে

সাগরের উন্নয়নের অঙ্গীকার বঙ্কিমের, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে

সাগরের উন্নয়নের অঙ্গীকার বঙ্কিমের, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে

সাগরের তটভূমিকে ঢেলে সাজাতে চান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার সাগর দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বঙ্কিমবাবু। সাগরের ছয়েরঘেরি, চেমাগুড়ি, কালীবাজার, শ্রীধাম,গঙ্গাসাগর এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি কপিলমুনির আশ্রমে পুজো দেন।

পুজো দেওয়ার সময় মন্দিরের বাইরে ছিল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্কিম হাজরা বলেন, “বিভিন্ন সময়ে বারবার সাগর দ্বীপে ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাগরের প্রভূত উন্নতি হয়েছে।”

বঙ্কিমবাবু আরও বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, মনেপ্রাণে তা পালন করার চেষ্টা করব। তাঁর নির্দেশ মেনে নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য পালন করে যাব।” এদিন তিনি গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img