দিল্লি না গিয়ে মুখ্যসচিব পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ বছর তিনি ওই পদে কাজ করবেন।
আজ নবান্নে আলাপনের এই নিযুক্তির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আলাপনের বদলির সিদ্ধান্ত রদ করার আবেদন জানিয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তার জবাবে বদলির সিদ্ধান্ত বহাল রেখে আলাপনকে দিল্লিতে কাজে যোগ দিতে বলা হয়।
মমতা জানান, নতুন মুখ্যসচিব করা হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীকে। আর স্বরাষ্ট্র সচিব করা হয়েছে বি পি গোপালিকাকে।
নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বলেন, এমন নির্মম, নির্দয়, প্রতিহিংসাপরায়ণ প্রধানমন্ত্রী কখনও দেখিনি।