হোমরাজ্যPost Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলাগুলির তদন্তে করবে ৩ সদস্যের সিট বা বিশেষ তদন্তকারী দল। সিটে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra), সুমন বালা সাহু এবং রণবীর কুমার। সিট তদন্তের নজরদারির দায়িত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। সেইসঙ্গে ভোট-পরবর্তী হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সিবিআই এবং সিট-কে ৬ সপ্তাহ পর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে অখুশি রাজ্য সরকার। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। এমন ইঙ্গিতও মিলেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “রায়ের কপি হাতে পাওয়ার পরই ব্যবস্থা। তবে আইনি পথ খোলা রয়েছে।” দলের প্রবীণ নেতা সাংসদ সৌগত রায় বলেছেন, “হাইকোর্টের রায়ে অখুশি। রাজ্য চাইলে সুপ্রিম কোর্টে যেতে।”

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য, আদালতের নির্দেশের ফলে এবার ন্যায়বিচার হবে।

ভোটের ফল ঘোষণার পর হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ৬টি জনস্বার্থ মামলা। আজ সেই মামলাগুলির তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিল আদালত।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে গত ৩ অগাস্ট এই মামলার শুনানি শেষ হয়েছিল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img