Kolkatanewstoday.com আগেই জানিয়েছিল, পুজোর আগে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও সম্ভাবনাই নেই। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে আমাদের খবরকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তাঁর কথায় স্পষ্ট, তৃতীয় ঢেউ আছড়ে না পড়লে, নভেম্বরে ভাইফোঁটার পর স্কুল-কলেজে পঠনপাঠন চালু করা হবে।
মমতার কথায়, “আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু এ নিয়ে আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। এই রাজ্যে করোনা সংক্রমণ এখন ১ শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও, আগামীকাল কী হবে, তা বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।”
সূত্রে খবর, সব ঠিক থাকলে, পুজোর পর একদিন অন্তর শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি বিবেচনা করছে রাজ্য।