প্রাথমিকে টেট মামলায় গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের Kolkata High Court)। ২০১৪ সালের প্রাথমিক টেটে ছ’টি প্রশ্ন ভুল থাকার মাশুল হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা দিতে হবে।
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জারি করা নির্দেশে বলা হয়েছে, নিজের আয় থেকে পর্ষদ সভাপতিকে ৩, ৮০,০০০ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ ১৯ জন মামলাকারী পাবেন ২০ হাজার টাকা করে।
এই মামলায় হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, ভুল থাকা প্রশ্নগুলির উত্তর যদি কোনও প্রার্থী দিয়ে থাকেন, তাহলে তাঁকে পুরো নম্বরই দিতে হবে। যদিও ওই নম্বর এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ক্ষুব্ধ বিচারপতি জানতে চান, নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন ওই নম্বর দেওয়া হয়নি? এতে পরীক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে বলে মনে করছে আদালত। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির ওপর জরিমানা ধার্য করেছে হাইকোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজোর আগেই ২৪,৫০০ শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন। পুজোর পর মার্চের মধ্যে আরও ৭,৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।