হোমদেশযোগীর পুলিশের বাধা সত্ত্বেও লখিমপুরে দোলা সেনরা

যোগীর পুলিশের বাধা সত্ত্বেও লখিমপুরে দোলা সেনরা

যোগীর পুলিশের বাধা সত্ত্বেও লখিমপুরে দোলা সেনরা

পুলিশ, প্রশাসনের বাধা সত্ত্বেও মঙ্গলবার লখিমপুরে পৌঁছে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা। মৃত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব এবং আবির রঞ্জন বিশ্বাস লখিমপুর খেরিতে পৌঁছতে সক্ষম হন। সোমবারও তাঁরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্ত যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ তাঁদের আটকে দেয়।

আজও পুলিশ তৃণমূল প্রতিনিধিদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু দুটি দলে ভাগ হয়ে পুলিশের নজর এড়িয়ে তাঁরা লখিমপুরে পৌঁছন। এ কাজে তাঁদের সাহায্য করেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার সকালেই তাঁরা প্রথমে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর তাঁরা চলে যান লখিমপুর খেরিতে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img