হোমব্যবসাNEOLAYR : ১০০ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা, বাজারে এল একগুচ্ছ প্রোডাক্ট

NEOLAYR : ১০০ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা, বাজারে এল একগুচ্ছ প্রোডাক্ট

NEOLAYR : ১০০ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা, বাজারে এল একগুচ্ছ প্রোডাক্ট

আগামী ৩ বছরে ১০০ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে বাংলার অন্যতম অগ্রণী ফার্মাসিউটিক্যাল সংস্থা Palsons Derma. কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর সিদ্ধার্থ পাল জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে তাঁরা কোম্পানির টার্নওভার ৩০০ কোটিতে নিয়ে যেতে চান। আগামী দিনে সব মিলিয়ে ১ হাজারের মতো কর্মসংস্থান হবে বলে তাঁর আশা।

মঙ্গলবার বাজারে একগুচ্ছ প্রোডাক্ট নিয়ে এল Palsons Derma. মূলত ত্বক এবং চুলের সুরক্ষার দিকে লক্ষ্য রেখেই এগুলি নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রয়েছে ফেস ওয়াশ, হ্যান্ড ও ফুট ক্রিম, চুলের তেল, শ্যাম্পু প্রভৃতি। NEOLAYR-এর ব্র্যান্ডে এইসব প্রসাধনী সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে যাবে।

সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ পাল বলেন, বাংলা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ গুণমানের এইসব সামগ্রী তাঁরা পৌঁছে দিতে চান। বর্তমানে শুধুমাত্র বাংলাতেই সংস্থার কাজকর্ম সীমাবদ্ধ রয়েছে। সিদ্ধার্থবাবু জানান, অতিরিক্ত চাহিদার কথা ভেবে হুগলির গুড়াপে নতুন কারখানা গড়ে তোলা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে Neolayr-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন, সব নারীর কাছেই ত্বকের যত্নকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকে। উৎকৃষ্ট গুণমান যাচাই করেই তিনি এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

গত তিন দশক ধরে ত্বকের রোগ এবং স্কিন কেয়ারের সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত Neolayr.

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img