হোমদেশএবার ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন, ছাড়পত্র দিল ডিসিজিআই

এবার ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন, ছাড়পত্র দিল ডিসিজিআই

এবার ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন, ছাড়পত্র দিল ডিসিজিআই

করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিভিন্ন মহলে আশঙ্কার মধ্যেই সুখবর। এবার ভ্যাকসিন দেওয়া যাবে শিশু-সহ আঠারো বছরের বয়সীদের। মঙ্গলবার জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিনের টিকা দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এখন থেকে দুই থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের টিকা দেওয়া যাবে।

হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সী শিশুদের ওপর কোভাক্সিনের দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়াল শেষ করেছিল। এ মাসের প্রথম দিকে DCGI-এর কাছে সেই পরীক্ষার বিস্তারিত তথ্য জমা জমা দিয়েছিল ওই সংস্থা।
সেই তথ্য খতিয়ে দেখার পর অবশেষে শিশুদের উপর কোভাক্সিন প্রয়োগে সবুজ সংকেত দিল ডিসিজিআই।

ভারত সরকারের সম্মতি মিললেও, জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন ব্যবহারে এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র মেলেনি।

ভারত বায়োটেক কর্তৃপক্ষের জানিয়েছে, কোভ্যাক্সিনের ট্রায়ালের সমস্ত তথ্যই এবং ফলাফল ৯ জুলাই হু-র কাছে পাঠানো হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img