●মার্কিন প্রযুক্তিনির্ভর টেলাডক টেলিহেলথ প্রযুক্তি,মানুষকে সার্বিক ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবা প্রদানের সংজ্ঞার বদল এনেছে। এই প্রযুক্তি ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে শুরু করে রোগীর স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা রোগীকে আরও দ্রুত আরও উন্নত মানের স্বাস্থ্যপরিষেবা দিতে পারেন।
●কলকাতায় টেলাডক বিশিষ্ট ক্লিনিক থেকে রোগীরা মাদুরাইয়ের মীনাক্ষী মিশন হাসপাতালের ৪৫টি ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারবেন।
রাজ্যে স্বাস্থ্য-পরিষেবায় নতুন সংযোজন। কলকাতায় চালু হয়ে গেল দেশের প্রথম ‘টেলাডক’ টেলিমেডিসিন কনসালটেশন ক্লিনিক। রাজ্যবাসীর এই সুবিধা নিয়ে এসেছে তামিলনাড়ুর মীনাক্ষী মিশন হাসপাতাল। রবিবার মধ্য কলকাতার ইলিয়ট রোডে এই ক্লিনিকের সূচনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মীনাক্ষী মিশন হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাঃ এস গুরুশঙ্কর।
ডক্টর এস গুরুশঙ্কর বলেন, “প্রতিবছর পশ্চিমবঙ্গ থেকে বহু রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা করাতে যান। নতুন পরিষেবার মাধ্যমে আমরা এ রাজ্যের মানুষের আরও কাছাকাছি পৌঁছে গেলাম। টেলাডক মানুষের ভার্চুয়াল সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবা প্রধান প্রযুক্তি গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ,যেটিকে বিশ্বের আধুনিকতম টেলিমেডিসিন প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হয়। আমরা এই দেশের একমাত্র হাসপাতাল যারা সম্পূর্ণভাবে টেলাডক নির্ভর একটি টেলিমেডিসিন কেন্দ্র তৈরি করেছে। এবারে আমরা দেশের কয়েকটি বাছাই করা জায়গায় শুধুমাত্র টেলিমেডিসিনের কেন্দ্র তৈরি করব যেখান থেকে রোগীরা আমাদের হাসপাতালের বিভিন্ন রোগের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
গুরুশঙ্কর আরও বলেন, “বিগত ১৫ বছর ধরে রোগীদের টেলিমেডিসিন পরিষেবা দিয়ে আসছি যার মাধ্যমে এ পর্যন্ত এক লক্ষেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এখন আমাদের টেলিমেডিসিন বিভাগটি পুরোপুরি টেলাডক টেলিহেলথ প্লাটফর্ম নির্ভর। টেলাডক প্রযুক্তিতে রোগীরা মীনাক্ষী মিশনের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের আউটডোর চিকিৎসা, তাৎক্ষণিক স্বাস্থ্য সংক্রান্ত জরুরি প্রয়োজনীয়তা ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার কাজ করতে পারবেন। রোগীরা দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে একই সঙ্গে ৬ জন চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন।”
টেলাডককে বিশ্বের আধুনিকতম টেলিমেডিসিন প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হয় এবং বিশ্বের সেরা দশটি হাসপাতালের মধ্যে ছয়টিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলি ১. মায়ো ক্লিনিক, রচেস্টার, ২. ক্লিভল্যান্ড ক্লিনিক, ইউএসএ ৩. ম্যাসাচুসেট্স জেনারেল হসপিটাল, ইউএসএ ৪. চ্যারাইট-ইউনিভার্সিটিমেডিজিন, জার্মানি ৫. দ্য জন হপকিন্স হসপিটাল, ইউএসএ ৬. সেবা মেডিক্যাল সেন্টার, ইজরাইল। ভারতে মাদুরাইয়ের মীনাক্ষী হাসপাতাল দেশের প্রথম এবং একমাত্র হাসপাতাল, যারা এই প্রযুক্তি ব্যবহার করছে। প্রযুক্তির মাধ্যমে কলকাতার রোগীরা সরাসরি মাদুরাইয়ের মীনাক্ষী হাসপাতালে ৪৫টি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে রোগ নির্ণয়,পরামর্শ এবং চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারবেন। এই পরিষেবা পেতে চাইলে, 8376978378 নম্বরে যোগাযোগ করতে হবে।