হোমঅন্যান্যIndia Economic Conclave: ভারতের আর্থিক বিকাশ দ্রুতগতিতে এগোচ্ছে, বললেন শ্রিংলা

India Economic Conclave: ভারতের আর্থিক বিকাশ দ্রুতগতিতে এগোচ্ছে, বললেন শ্রিংলা

India Economic Conclave: ভারতের আর্থিক বিকাশ দ্রুতগতিতে এগোচ্ছে, বললেন শ্রিংলা

অতিমারী সত্ত্বেও বিশ্বের সবচেয়ে দ্রুততম বর্ধনশীল দেশগুলির মধ্যে অন্যতম দেশ হিসেবে উঠে এসেছে ভারত। এই অভিমত ব্যক্ত করেছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার দিল্লিতে ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ 2022-এ তিনি বলেন, “শুধুমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক অংশীদার নয়, আমাদের বিশ্বস্ত অর্থনৈতিক অংশীদার হিসেবেও গণ্য করা হয়৷ গণতন্ত্র, স্বচ্ছতা ও আইনের শাসনের প্রতি আমাদের অঙ্গীকার এবং শিল্পোদ্যোগ এবং কঠোর পরিশ্রমের ফলশ্রুতি হল এই আর্থিক অগ্রগতি।”

শ্রিংলা আরও বলেন, “আসন্ন জি-২০ গ্রুপের সভাপতিত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবস্থানের স্বীকৃতি পাশাপাশি আমাদের অগ্রাধিকারগুলি তুলে ধরার একটি সুযোগ এনে দিয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “আত্মনির্ভর ভারত”-এর প্রশংসা করে শ্রিংলা বলেন যে, “এটি ভারতের অর্থনৈতিক কূটনীতিকে বদলে দিয়েছে।  আত্মনির্ভরতার ধারণা, যা আমরা বিদেশ নীতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তা আমাদের অর্থনীতি এবং প্রযুক্তি কূটনীতিকে বদলে দিয়েছে।”

শ্রিংলার মতে, “প্রতিবেশী দেশগুলির সমসাময়িক অর্থনৈতিক ঘটনাবলী ভারতীয় অর্থনীতির শক্তি এবং নমনীয়তাকে তুলে ধরেছে এবং কঠিন সময়ে দেশের আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দিচ্ছে।”

বিদেশ সচিবের মতে, “নমনীয় এবং নির্ভরযোগ্য সাপ্লাই চেইন এবং গ্লোবল ভ্যালু চেইনের ক্ষেত্রে ভারত আরও উল্লেখযোগ্য হাব হয়ে উঠবে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img