সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও খাস কলকাতার বুকে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে জোর করে বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগকারীরা জানিয়েছেন, মধ্য কলকাতার ডালহৌসি এলাকায় ২৭, নেতাজি সুভাষ রোডের বাড়িটি ভাঙার ব্যাপারে Bengal Bonded Warehouse Ltd. নামে একটি সংস্থাকে অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতের নির্দেশ অগ্রাহ্য করে ওই সংস্থাটি ২৫, নেতাজি সুভাষ রোডের (আগে ছিল, ২৩ নেতাজি সুভাষ রোড) বাড়িটিও ভেঙে দিচ্ছে বলে অভিযোগ। এর ফলে বাড়িতে থাকা ৫২০টি সংস্থার ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে। সেইসঙ্গে ওই সব সংস্থার হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ-ও আজ অনিশ্চিত হয়ে পড়েছে।
শনিবার এক সাংবাদিক বৈঠকে সেখানকার তিনটি প্রতিষ্ঠানের মালিক রাহুল শঙ্কর চৌধুরী (Partner, JJ Headward & Co.), পূর্বায়ন বসু (Director, AGD Disc Banc Private Ltd.) এবং মানসী ভোজ্ঞাগারওয়ালা (Jyoti Cleaning Agency) অভিযোগ করেন, আগাম কোনও নোটিশ ছাড়াই আচমকা বাড়িতে ভাঙার কাজ শুরু করে ওই সংস্থা। এমনকী তাঁদের জিনিসপত্রও বার করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন তাঁরা।
অভিযোগকারীরা জানান, “গত ২৭মে কলকাতার দশম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক নির্দেশ জারি করেন। তাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, নেতাজি সুভাষ রোডের ২৫ নম্বর বাড়িটি ভাঙা যাবে না এবং ব্যবসায়ীদেরও সরানো যাবে না।” কিন্তু তা সত্ত্বেও তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
ব্যবসায়ীরা জানিয়েছেন, কলকাতার নগরপাল সহ বিভিন্ন শীর্ষ পুলিশ কর্তা, কলকাতা পু্রসভার বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেল, হেয়ার স্ট্রিট থানা, বিষয়টি সংশ্লিষ্ট সব মহলের নজরে আনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।