নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের জন্য সুখবর। বেশ কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে সুদ পাওয়া যাবে। নতুন এই সুদের হার কার্যকর হবে এপ্রিল থেকে জুন পর্যন্ত, অর্থাৎ নতুন অর্থবর্ষের প্রথম ৩ মাস নয়া হারে সুদ মিলবে।
কেন্দ্রের সিদ্ধান্তে প্রবীণ নাগরিকরা ৮ শতাংশের বদলে ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। কিসান বিকাশ পত্রে সুদের হার ৭ শতাংশের বদলে ৭.২ শতাংশ করা হয়েছে।
মাসিক আয় সঞ্চয় প্রকল্প (মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম) সুদের হার ৭.১ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে। এই নিয়ে গত ৯ মাসে তিন বার স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানো হল।
১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৬ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৬.৮ শতাংশ। ২ বছরের ক্ষেত্রে ৬.৮ শতাংশের পরিবর্তে ৬.৯ শতাংশ হারে সুদ মিলবে।
৩ বছরের স্থায়ী আমানতে ৭ শতাংশ এবং ৫ বছরের আমানতে ৭ শতাংশের জায়গায় ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদের হার বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে।
৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.৮ শতাংশ বেড়ে হয়েছে ৬.২ শতাংশ।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও সুদের ০.২ শতাংশ বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছে।
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদের হার ০.৩ শতাংশ বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বা এনএসসি-তে সুদের হার ০.৭ শতাংশ বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়েছে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বা পিপিএফে ৭.১ শতাংশই রেখে দেওয়া হয়েছে।
কিষান বিকাশ পত্রে সুদের হার বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনায় সুদের হার ০.৪ শতাংশ বাড়িয়ে ৭.৬ থেকে ৮ শতাংশ করা হয়েছে।