দুরন্ত এক্সপ্রেসে (ট্রেন নং ১২২৬০) টিকিট পরীক্ষকের প্রশংসনীয় তৎপরতায় ধরা পড়ল এক ছিনতাইকারী। ১২ এপ্রিল শনিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোচ নম্বর B/10-এ প্রবেশ করে। স্বর্ণলতা জোশী (বয়স ৪৫) নামে এক মহিলা যাত্রীর মোবাইল, পার্স ও একটি সোনার হার ছিনতাই করে এক দুষ্কৃতী। ওই যাত্রীর চিৎকার শুনে তৎপর হয়ে ওঠেন প্রধান টিকিট পরীক্ষক মানস অধিকারী। তিনি ওই দুষ্কৃতীকে হাতে-নাতে ধরে ফেলেন।
শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনা জানান, সহযাত্রী, কোচ অ্যাটেনডেন্ট ও চেকিং স্টাফদের সহায়তায় দুষ্কৃতীকে কোচের মধ্যেই আটক করা হয়।
শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে রেল।