হোমকলকাতাটিকিট পরীক্ষকের তৎপরতায় দুরন্ত এক্সপ্রেসে পাকড়াও ছিনতাইকারী

টিকিট পরীক্ষকের তৎপরতায় দুরন্ত এক্সপ্রেসে পাকড়াও ছিনতাইকারী

টিকিট পরীক্ষকের তৎপরতায় দুরন্ত এক্সপ্রেসে পাকড়াও ছিনতাইকারী

দুরন্ত এক্সপ্রেসে (ট্রেন নং ১২২৬০) টিকিট পরীক্ষকের প্রশংসনীয় তৎপরতায় ধরা পড়ল এক ছিনতাইকারী। ১২ এপ্রিল শনিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোচ নম্বর B/10-এ প্রবেশ করে। স্বর্ণলতা জোশী (বয়স ৪৫) নামে এক মহিলা যাত্রীর মোবাইল, পার্স ও একটি সোনার হার ছিনতাই করে এক দুষ্কৃতী। ওই যাত্রীর চিৎকার শুনে তৎপর হয়ে ওঠেন প্রধান টিকিট পরীক্ষক মানস অধিকারী। তিনি ওই দুষ্কৃতীকে হাতে-নাতে ধরে ফেলেন।

শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনা জানান, সহযাত্রী, কোচ অ্যাটেনডেন্ট ও চেকিং স্টাফদের সহায়তায় দুষ্কৃতীকে কোচের মধ্যেই আটক করা হয়।

শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে রেল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img