হোমআন্তর্জাতিককরোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বাকিংহ্যাম রাজপ্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বাকিংহ্যাম রাজপ্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বাকিংহ্যাম রাজপ্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে তাই বাকিংহ্যাম রাজপ্রাসাদ থেকে সরে গেলেন রানি এলিজাবেথ। রানি একা নন, তাঁর সঙ্গে প্রাসাদ ছাড়লেন রাজা ফিলিপসও। ৯৩ বছরের রানি তাঁর ৯৮ বছরের রাজাকে নিয়ে নরফোকের স্যান্ডিরহ্যাম এস্টেটে আপাতত থাকছেন।খবর, যুক্তরাজ্য ১,১৪০ জনেরও বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত।

১৩৫ টি দেশ ও তার আশপাশের অঞ্চলে এই মারাত্মক সংক্রমণের প্রভাবে প্রাণ কেড়েছে ৫,৩০০ জনের। সংক্রমণ ছড়িয়েছে ১,৪২,২,০০০ এরও বেশি মানুষের মধ্যে।

এই অবস্থায় প্রবীণ রাজা-রানির শরীরের কথা চিন্তা করেই রাজপ্রাসাদ থেকে সরানোর পদক্ষেপ নেয় রাজ পরিবার। লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রাসাদে  নিত্য যাওয়াআসা সাধারণ মানুষ থেকে রাজকর্মচারিদের। এছাড়া, প্রতি বৃহস্পতিবার রানি যেতেন উইন্ডসর। সেসব আপাতত বন্ধ। সংক্রমণ এড়াতে রানির সঙ্গে সরানো হয়েছে বেশ কিছু রাজ কর্মচারিকেও। রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এমনিতেই বার্ধক্যজনিত কারণে রানি অসুস্থ। ফলে, সংক্রমণ ছড়ালে তিনি যুঝতে পারবেন না। তাই সরিয়ে দেওয়াই শ্রেয় মনে করেছে রাজ পরিবার। 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img