সুব্রত সরকার
স্যার, আপনার কোনও বন্ধু নেই!
- ছিল। অনেক।
- কোথায় গেল তাঁরা?
- হারিয়ে।
- কেন?
- ধরে রাখতে শিখি নি বলে!
- সংসার? বিয়ে?
- করি নি।
- কেন?
- যদি সংসারী হতে না পারি।
- একদম একা আপনি?
- একা। কিন্তু একদম একা নয়!
- কে আছে আপনার?
- অনুভব। অনুভূতি। নির্জনতা।
- স্যার, ওরা কারা?
- আমার একলা চলার সঙ্গী – সাথী।
- স্যার, একটু চা খাবেন?
- করবে? করো।
- স্যার, জঙ্গল আপনার খুব ভালো লাগে?
- লাগে তো! বারবার জঙ্গলে আসতে ইচ্ছে করে।
- কেন?
- জঙ্গলকেই জিজ্ঞাসা করব ভাবি!
- স্যার, আমারও না কোনও বন্ধু নেই!
- কেন?
- সে অনেক বড় গল্প স্যার…
- বলবে?
- স্যার, আমার একটাই বন্ধু ছিল। কিন্তু সেই বন্ধুই বিশ্বাসঘাতকতা করল!…
- তাই! কি করেছে সে?
- চুরি! স্যার আমার তো একটাই ধন সম্পদ ছিল। সেটাই সে চুরি করে পালিয়ে গেল।
- বৌকে ধন সম্পদ ভেবে ছিলে কেন?
- বৌ ধন নয়! আমি তো গরীব আদমী…
- না। বৌ ধন দৌলত নয়। বৌ তো বন্ধু!
- কি বলছেন স্যার!…
- বৌকে বন্ধু করতে পার নি বলেই বৌ চুরি হয়ে গেছে।
- স্যার, আপনি ঠিক বলছেন!
- বলছি।
- স্যার!…
- কাঁদবে না। ওঠো। উঠে দাঁড়াও!…