দেবাশীষ পাল : নিজস্ব ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করেন সমাজবন্ধু অমরচাঁদ কুণ্ডু। তাঁর কথায়, “সমাজসেবামূলক কাজ যদি করতে হয় তা শিক্ষার ক্ষেত্রে বেশি করে করা উচিত। কারণ, একজনকে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে পারা যায়, তাহলে তার সুফল ভোগ করে তার পরিবার, পরিজন থেকে গোটা সমাজ।”
আর সেই লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন একাগ্রতার সঙ্গে। প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে অসংখ্য ছাত্র-ছাত্রীদের হাতে সাহায্য রাশি থেকে শিক্ষাসামগ্রী তুলে দিতে তিনি কার্পণ্য করেন না।
এ বছর করোনা পরিস্থিতির জন্য কিছুটা দেরি হলেও ২০ ডিসেম্বর নিয়ম মেনেই কান্দরা রাধাকান্ত কুণ্ডু কলেজে এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে অর্থসাহায্য ও শিক্ষাসামগ্রী।