এ বছরও প্রকাশিত হতে চলেছে অমরজ্যোতি পত্রিকা। ২৩শে ভাদ্র (৯ই সেপ্টেম্বর) অমরচাঁদ কুন্ডুর জন্মদিন। সেদিনই পত্রিকাটি প্রকাশিত হবে।
অমরজ্যোতি হোয়াটস অ্যাপ গ্রুপে সমাজসেবা, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক বিষয়ে নিয়মিত আলোচনা হয়। এই গ্রুপের মধ্যমণি হলেন সমাজবন্ধু অমর চাঁদ কুন্ডু। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদের বহু মানুষ এই গ্রুপের সঙ্গে যুক্ত।
গ্রুপের বৈশিষ্ট্য খেয়াল রেখে কবিতা, গল্প, প্রবন্ধ সহ মৌলিক রচনা অমরজ্যোতি পত্রিকায় প্রকাশ করা হবে। লেখার সঙ্গে ফোন নম্বর দিতে হবে।
পত্রিকার জন্য লেখা অমরজ্যোতি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে হবে না। লেখার হার্ডকপি এ ফোর সাইজ কাগজে লিখে নিচে দেওয়া ব্যক্তিদের কাছে জমা দিতে হবে।
লকডাউনের কারণে হার্ডকপি পাঠাতে অসুবিধা হলে আপনার মূল্যবান লেখাটি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন।
লেখা পাঠানোর জন্য নিচে নাম এবং ফোন নম্বর দেওয়া হল।
১) তরুণ কান্তি ঘোষ -9434635161
২) অর্চিষ্মান গুপ্ত- 9647912051
৩) প্রণব কুমার ঘোষ- 6297909851
লেখা জমা দেবার শেষ তারিখ আগামী
৩১ জুলাই, ২০২১।
পোস্টে লেখা পাঠানোর ঠিকানা :
তরুণ কান্তি ঘোষ
গ্রাম – চিৎগ্রাম
পোস্ট – উকরুন্দী
থানা – নানুর
জেলা- বীরভূম
পিন – 731301