হোমঅন্যান্যআসানসোলে ত্রাণ নিয়ে মানুষের পাশে কৃষ্ণ প্রসাদ

আসানসোলে ত্রাণ নিয়ে মানুষের পাশে কৃষ্ণ প্রসাদ

আসানসোলে ত্রাণ নিয়ে মানুষের পাশে কৃষ্ণ প্রসাদ

করোনা অনেক মানুষের জীবনে দুর্দশা ডেকে এনেছে। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ।

গত বছর করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন আসানসোল এলাকার সমাজসেবী কৃষ্ণ প্রসাদ (Krishna Prasad)। প্রতিনিয়ত সহায়সম্বলহীন মানুষকে নানাভাবে সাহায্য করে চলেছেন তিনি। এখানকার মানুষ তাঁকে চেনেন কৃষ্ণ ভাইয়া নামে।

শুক্র এবং শনিবার, ২ দিন ধরে দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কৃষ্ণ ভাইয়া। আসানসোলের কাল্লা হাসপাতাল সংলগ্ন এলাকা, মাঝিরা বিবেকানন্দ ক্লাব এবং আরসিআই ফ্রি প্রাইমারি স্কুলে ত্রাণ সামগ্রী বিলি করা হয়।

গরিব মানুষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যাঁরা আশ্রয় হারিয়েছেন, তাঁদের হাতেও ত্রাণ তুলে দেওয়া হয়।

সব মিলিয়ে এক হাজারেরও বেশি মানুষের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়। এর মধ্যে ৫০০ জনকে দেওয়া হয়েছে ২৫ কেজি ওজনের এক একটি রেশন কিট। এতে রয়েছে চাল, আটা, আলু, চিনি সহ ১২ রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এছাড়া ঘরছাড়া ৫০০ জনকে দেওয়া হয়েছে ত্রিপল। ৮০ জন পেয়েছেন শাড়ি।

কৃষ্ণ প্রসাদ জানিয়েছেন, এই ত্রাণ বিলির কাজ নিয়মিত চলবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img