খনিজ পদার্থ উত্তোলনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ অত্যন্ত জরুরি। সোমবার নবম এশিয়ান মাইনিং কংগ্রেসের উদ্বোধনে বিভিন্ন বক্তা এই অভিমত ব্যক্ত করেন। বক্তাদের মধ্যে ছিলেন ভারত সরকারের কয়লা মন্ত্রকের সচিব অনিল কুমার জৈন, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল, কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোবান আইনসওয়ার্থ প্রমুখ।
নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মাইনিং কংগ্রেসের সূচনা করে কয়লা মন্ত্রকের সচিব অনিল কুমার জৈন বলেন, “বিশ্বের বিভিন্ন উন্নত দেশে খনিজ পদার্থ উত্তোলনের ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছে। ভারতও উন্নত প্রযুক্তির পথে হাঁটছে।” এর উত্তোলন প্রক্রিয়া যেমন সহজতর হবে, তেমনই দুর্ঘটনাও অনেক কমবে বলে মন্তব্য করেন তিনি।
ভারত সহ এশিয়া এবং অন্যান্য মহাদেশ মিলিয়ে এবারের মাইনিং কংগ্রেসে যোগ দিয়েছেন ৫০০-রও বেশি প্রতিনিধি। এই কংগ্রেস চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।
মাইনিং কংগ্রেস উপলক্ষে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। তাতে ভারতের প্রথম সারির শিল্প প্রতিষ্ঠান সহ প্রায় ৩০০টির মতো স্টল রয়েছে।
দ্য মাইনিং, জিওলজিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল ১৯০৬ সালে। ২০০৬-এ সংস্থার শতবর্ষের সময় থেকে এশিয়ান মাইনিং কংগ্রেস অনুষ্ঠিত হয়ে আসছে।