হোমPlot1দেবীর স্বপ্নাদেশ! ২৯৪ বছর ধরে কৃষ্ণবর্ণের দুর্গার পুজো করে আসছে বেলেঘাটার...

দেবীর স্বপ্নাদেশ! ২৯৪ বছর ধরে কৃষ্ণবর্ণের দুর্গার পুজো করে আসছে বেলেঘাটার ভট্টাচার্য পরিবার

দেবীর স্বপ্নাদেশ! ২৯৪ বছর ধরে কৃষ্ণবর্ণের দুর্গার পুজো করে আসছে বেলেঘাটার ভট্টাচার্য পরিবার

শুভদীপ রায় চৌধুরী
অসুর দলনে মত্ত তিনি, কখনও দশভুজা রূপে, কখনও অষ্টাদশভুজা রূপে তিনি বিরাজমান। সমস্ত জগতকে বিপদ মুক্ত করতে এবং স্বর্গলোকে দেবগণকে সুরক্ষিত রাখতেই তাঁর আবির্ভাব তিনি, মহিষমর্দিনী দুর্গা। বলাবাহুল্য, আমরা দেবী চণ্ডীরই পূজা করে থাকি, তিনিই কখনও জগত্তারিণী দুর্গা, আবার কখনও অসুর দলনী উমা। আশ্বিনের অকালবোধনে তাঁকে জাগানোর প্রয়োজন হলেও, চৈত্রের (আদি দুর্গাপুজো) পূজায় আলাদা করে বোধনের প্রয়োজন হয় না। তবে বাংলায় শারদীয়া দুর্গাপুজোই বহুল প্রচলিত। বনেদি বাড়ির ঠাকুরদালানে নানান বৈচিত্র্যের মধ্যে বনেদিয়ানা যেন মিলেমিশে একাকার হয়ে রয়েছে। বেলেঘাটার ভট্টাচার্য বংশে বহু বছর ধরে কালো দুর্গার পুজো হয়ে আসছে।

সাধারণত দেবীর ধ্যানমন্ত্রে পাওয়া যায় তাঁর গাত্রবর্ণ অতসী পুষ্পবর্ণের মতন। তাই বেশিরভাগ মূর্তিতেই অতসীপুষ্পের ছোঁয়া দেখতে পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না যে, হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে কোথাও কোথাও কৃষ্ণবর্ণের অতসীপুষ্পও ফোটে, যা অতি দুষ্প্রাপ্য। দেবীর বোধ হয় কখনও সাধ জেগেছিল, এমন কৃষ্ণবর্ণা রূপে আবির্ভূতা হতে। তাই তিনি কাউকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, কারুর হাত দিয়ে বিশেষ পুঁথি পাঠিয়েছিলেন এই পূজার মূল উপকরণ হিসেবে।

এই বংশের পুজোর ইতিহাস ২৯৪ বছরের পুরনো। ওপার বাংলার হরিদেব ভট্টাচার্য ছিলেন পাবনা জেলার স্থলবসন্তপুরের জমিদার। প্রথমে এই জমিদার বাড়িতেই কৃষ্ণবর্ণা দুর্গার আবির্ভাব ঘটে। নাটরের রানি ভবানী হরিদেব ভট্টাচার্যকে স্থলবসন্তপুরের জমি ও স্থায়ী জায়গা প্রদান করেন। এই পরিবার অনেক আগে থেকেই কালী পুজো করে আসছিল। আর রানি ভবানীর আমলে দুর্গাপুজো শুরু হয়। কারণ দেবী বারবার স্বপ্নে দেখা দিচ্ছিলেন হরিদেবকে। কিন্তু মায়ের এই কৃষ্ণবর্ণ রূপ কেন?

এরই উত্তর খুঁজতে ভাটপাড়া, কাশীর পণ্ডিতদের সঙ্গে কথা বললেন তিনি। কিন্তু কোনও মতই মনঃপূত হল না তাঁর। একদিন আনমনা হয়ে কাশীর গঙ্গার ঘাটে বসে আছেন, এক সাধু এসে তাঁকে বলেন, ‘কেয়া হুয়া বেটা?’ সমস্ত কথা শুনে সেই সাধু বললেন ভদ্রকালীরূপে পুজো করো মায়ের। এমন রূপেই মা আসবেন তোর কাছে। দিলেন তালপত্রে লেখা পুঁথি, যার সংক্ষিপ্ত রূপ অনুসরণ করে আজও নিষ্ঠার সঙ্গে পুজো হয় ভট্টাচার্য বংশে।

দেশভাগের পর এপার বাংলায় চলে এলেও, পুজোয় কোনও দিন খামতি হয়নি এই বংশে। এই বাড়িতে সম্পূর্ণ শক্তিমতে পুজো হয় মায়ের। আগে বলিদান প্রথা থাকলেও এখন সেই প্রথা বন্ধ রয়েছে। তবে চালকুমড়ো বলি হয় মহানবমী এবং সন্ধিপুজোতে। সকালে নিরামিষ আর রাতে আমিষ ভোগ মাকে আপ্যায়ন করা হয়। সন্ধিপুজোতে থাকে মাছ ভাজা, দশমীতে পান্তাভাত, দই ও কলা। তারপর মায়ের বিসর্জন পর্ব শুরু হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img