কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, আবার ফিরছে গরমের অস্বস্তি। এর মধ্যেই এবার বর্ষার আগমন নিয়ে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, রবিবার (১৯ মে) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে।
সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মে নাগাদ বর্ষা প্রবেশ করে থাকে। সেই হিসেবে এবার নির্ধারিত সময়ের ৩ দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার ঢুকে পড়ার সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, ২০ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। যদিও সেই সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে।
তবে বাংলায় এখনই স্বস্তি মিলবে না। কারণে, আবহাওয়াবিদদের মতে, নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমনের সঙ্গে বাংলায় বর্ষার আগমনের কোনও সম্পর্ক নেই।
সাধারণত কেরলে বর্ষা ঢোকে ১ জুন। এবার কেরলে কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও গত বছর ৭ দিন দেরিতে কেরলে বর্ষার আগমন হয়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি ও পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী ৪-৫ দিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রার পারদ ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।