হোমখেলারাজ্যে বিশ্বমানের ব্যাডমিন্টন অ্যাকাডেমি, পাশে গোপীচাঁদ

রাজ্যে বিশ্বমানের ব্যাডমিন্টন অ্যাকাডেমি, পাশে গোপীচাঁদ

রাজ্যে বিশ্বমানের ব্যাডমিন্টন অ্যাকাডেমি, পাশে গোপীচাঁদ

দক্ষিণ ২৪ পরগনার হরিনাভিতে এবার চালু হতে চলেছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ব্যাডমিন্টন অ্যাকাডেমি। আগামী ২ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’ নামে এই প্রশিক্ষণ কেন্দ্রের পথ চলা শুরু হচ্ছে। সেদিন হাজির থাকার কথা পদ্মভূষণ পুলেল্লা গোপীচাঁদের। প্রশিক্ষণের ক্ষেত্রেও গোপীচাঁদ পুরোপুরি পাশে থাকবেন বলে জানিয়েছেন এই অ্যাকাডেমির কর্তারা।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র বিশ্বাস জানান, “পূর্ব ভারতের অন্য কোথাও এ ধরনের অ্যাকাডেমি নেই। এতে বালক ও বালিকা মিলিয়ে ৬০ জন আবাসিক শিক্ষার্থীর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া আরও ২৫০ জন বাইরে থেকে এসে নিয়মিত প্রশিক্ষণ নিতে পারবেন। সব মিলিয়ে দোতলা এই অ্যাকাডেমিতে ৬টি কোর্ট থাকছে।” শুধুমাত্র প্রশিক্ষণ নয়, এই অ্যাকাডেমিতে যাতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের আয়োজন করা যায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন শেখরবাবু।

তিনি আরও বলেন, “বাংলার শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য ছুটে যান। তাঁদের খরচও পড়ে প্রচুর। কিন্তু অনেক কম খরচে প্রশিক্ষণের সুযোগ থাকছে। এছাড়া, দুঃস্থ, প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়দের কীভাবে সাহায্য করা যায়, সেকথাও ভাবা হচ্ছে।” শেখরবাবু ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট পদেও রয়েছেন।

অ্যাকাডেমির অ্যাডভাইসরি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ঊষানাথ ব্যানার্জি জানান, আপাতত বাংলার ৪ জন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়কে হায়দরাবাদে গোপীচাঁদের অ্যাকাডেমিতে পাঠানো হবে। তাঁরাই ফিরে এসে এই অ্যাকাডেমিতে স্থায়ী প্রশিক্ষক হিসেবে কাজ করবেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img