আর জি কর নিয়ে বিতর্কের মধ্যেই সিভিক ভলান্টিয়ারদের পুজোয় বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এর ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা। এতদিন তাঁরা বোনাস বাবদ পেতেন ৫৩০০ টাকা। অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ল ৭০০ টাকা। এককালীন এই বোনাস প্রতি বছর পুজোর আগে পেয়ে থাকেন সিভিক ভলান্টিয়াররা।
রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।