চলতি সপ্তাহেই আবারও আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। চলতি সপ্তাহের শেষদিকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। এর ফলে দক্ষিণবঙ্গে বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের ফলে শুক্রবার, ৩ ডিসেম্বর থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় হালকা বৃষ্টি শুরু হবে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। এর ফলে কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হবে।
রবিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার, ৬ ডিসেম্বরও বৃষ্টি হতে পারে।
নিম্নচাপটি আপাতত মধ্য আন্দামান সাগরে অবস্থান করছে। ধীরে ধীরে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে।
উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, কালিম্পংয়েও বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।