হোমPlot1তাপপ্রবাহের জের, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এল

তাপপ্রবাহের জের, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এল

তাপপ্রবাহের জের, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এল

তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২২ এপ্রিল থেকে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে যাবে। তবে শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত গরমের ছুটি নিয়ে সরকারি নির্দেশিকা জারি করা হয়নি।

রাজ্যজুড়ে তাপপ্রবাহ এবং তার জেরে গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যসচিবের পৌরোহিত্যে একটি বৈঠক হয়। সেখানেই এই ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে খবর।

সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ৬ মে থেকে। কিন্তু গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমে চড়ছে। বুধবারও রাজ্যের ১৪টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে নির্ধারিত সময়ের ১৫ দিন আগে ২২ এপ্রিল থেকে এ বার ছুটি শুরু হলেও, কবে স্কুলগুলিতে পঠনপাঠন চালু হবে, তা নিশ্চিত নয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img