হোমঅন্যান্যশরণ্যা-র চতুর্থ বর্ষে কৃতী নারীদের সম্মাননা অ্যানিবি-র

শরণ্যা-র চতুর্থ বর্ষে কৃতী নারীদের সম্মাননা অ্যানিবি-র

শরণ্যা-র চতুর্থ বর্ষে কৃতী নারীদের সম্মাননা অ্যানিবি-র

সৌন্দর্য, নমনীয়তা এবং ক্ষমতায়নের এক অনন্য মেলবন্ধন। কৃতী নারীদের সম্মাননা আর নজরকাড়া নৃত্যনাট্য সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল, অ্যানিবি এন্টারটেইনমেন্টের শরণ্যা চতুর্থ বর্ষ।

অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। প্রধান অতিথি ছিলেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাউন্সেলর রিয়াজুল ইসলাম, অভিনেত্রী তৃণা সাহা, একজন বিখ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, সুরেশ শেঠিয়া, ইন্দ্রনীল মুখার্জি প্রমুখ।

নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা প্রতিষ্ঠায় আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে শরণ্যা। সংস্থার প্রতিষ্ঠাতা সিইও অনিতা দত্ত, ক্রিয়েটিভ ডিরেক্টর সৌমি দত্ত, স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর স্বাগতা পাল এবং ডিজিটাল মার্কেটিং হেড অঙ্কিতা প্রামাণিক বলেন, প্রতিটি নারী যাতে সমান অধিকার ও সামাজিক মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারেন এবং তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের সমান সুযোগ প্রতিষ্ঠা করাই শরণ্যার লক্ষ্য।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img