হোমঅন্যান্যবিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন

জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের বিপদ নিয়ে ২৫ ও ২৬ এপ্রিল নিউ টাউনের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ২ দিনের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বক্তব্য পেশ করেন বিশেষজ্ঞরা। বর্তমানে তীব্র তাপপ্রবাহের কবলে পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি রাজ্য। মে এবং জুন মাসেও একইরকমের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বলে সতর্কবার্তা শুনিয়েছেন আবহাওয়াবিদরা।

সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশগত পরিবর্তন আসছে। একদিকে যেমন আন্টার্কটিকায় বরফ গলছে, তেমনই মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে নানা সঙ্কট দেখা দিচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দেন তাঁরা।

অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সঞ্জয় কুমার বলেন, উষ্ণায়নের হাত থেকে এই বিশ্বকে রক্ষা করতে হলে, একদিকে যেমন বৃক্ষ রোপণ জরুরি, তেমনই সৌরবিদ্যুৎ উৎপাদন, ব্যাটারিচালিত গাড়ির ব্যবহার বাড়াতে হবে। এই সম্মেলনের আয়োজন করেছিল কলকাতার অ্যামিটি আইন স্কুল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img