চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৫০ হাজার কর্মী নিয়োগ করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস।
বুধবার এক টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, বাংলার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র এক নতুন উচ্চতা স্পর্শ করেছে। টিসিএস কলকাতায় ৫০ হাজার কর্মী নিয়োগ করেছে। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল মাত্র ১৫ হাজার। এখন তা ৩ গুণ বেড়েছে। সবাইকে শুভেচ্ছা।”