হোমরাজ্যশিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি

নবম-দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্তদের শিক্ষক পদে নিয়োগের দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের অবস্থান-ধর্না চলছে। গত ৮ অক্টোবর থেকে এই আন্দোলন চলছে। আন্দোলনেরকারীদের অভিযোগ, মেধাতালিকায় অনেক উপরের দিকে থাকা প্রার্থীদের চাকরি হয়নি। তুলনামূলকভাবে নীচের দিকে প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন নিয়ম লঙ্ঘন করার জন্যই তাঁদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীদের।

তাঁদের অভিযোগ, ২০১৯ সালে ২৯ দিনের অনশন আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে এই ব্যাপারে আশ্বাস দিলেও, স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কিছুই করেনি। নতুন বছরে যাতে বিষয়টির দিকে নজ‍র দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এই চাকরিপ্রার্থীরা।এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img