শতভিষা দত্ত, রাধানগর, হুগলি: বিশ্ব পথিক রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত প্রদর্শশালার উদ্বোধন হয়ে গেল রাধানগরে। সেই সঙ্গে প্রসন্ন কুমার সর্বাধিকারীর নামে এক স্থায়ী সভামঞ্চ ও আবক্ষ মূর্তির ও আবরণ উন্মোচন করা হয়েছে। উদ্যোক্তা রাধানগর পল্লী সমিতি।
অনুষ্ঠানের সূচনা করে গৌড়হাটি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী প্রাণারামানন্দ বলেন, সন্তান-সন্ততিদের প্রকৃত মানুষ গড়ে তুলতে হবে অভিভাবকদের। রাধানগর পল্লি সমিতির সভাপতি ডঃ পরেশ চন্দ্র দাস বলেন, রামকৃষ্ণ-রামমোহন-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, এই ত্রিভুজ বাংলাকে গর্বিত করে তুলেছে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল মেধাবী পড়ুয়াদের হাতে অন্যান্য বছরের মতো এবারও পুরস্কার প্রদান করা হয়।