নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা তোলার দৌড়ে অন্য দলগুলির চেয়ে অনেক এগিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে নির্বাচনী বন্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলি মোট ৩,৩৫৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে।
এর মধ্যে বিজেপি-র তহবিলে জমা পড়েছে ২,৫৫৫ কোটি টাকা, যা মোট তহবিলের প্রায় ৭৬ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষে নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে জমা পড়েছিল ১,৪৫০ কোটি টাকা। এক বছরে বিজেপির তহবিলে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭৫ শতাংশ।
অন্যদিকে, ২০১৮-১৯ অর্থবছরে নির্বাচনী বন্ডে প্রধান বিরোধী দল কংগ্রেসের তহবিলে জমা পড়েছিল ৩৮৩ কোটি টাকা। পরের বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে এই টাকা কমে দাঁড়িয়েছে ৩১৮ কোটিতে, টাকা। যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ কম।
২০১৯-২০ অর্থবর্ষে তৃতীয় স্থানে থাকা তৃণমূল পেয়েছে ১০০ কোটি ৪৬ লক্ষ টাকা। ডিএমকে ৪৫ কোটি, শিবসেনা ৪১ কোটি, এনসিপি ২৯ কোটি ২৫ লক্ষ, অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টি ১৮ কোটি এবং আরজেডি আড়াই কোটি টাকা পেয়েছে।
বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির চাঁদা সংগ্রহের ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন। এই ব্যবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বন্ড কিনে যে কেউ রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে পারেন। কিন্তু কর্পোরেট সংস্থাগুলি কোন রাজনৈতিক দলকে চাঁদা দিচ্ছে, তা জানার কোনও উপায় থাকে না।