হোমদেশBreaking News : পদ্মভূষণ সম্মান বুদ্ধদেব ভট্টাচার্যকে

Breaking News : পদ্মভূষণ সম্মান বুদ্ধদেব ভট্টাচার্যকে

Breaking News : পদ্মভূষণ সম্মান বুদ্ধদেব ভট্টাচার্যকে

সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রের পক্ষ থেকে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় নাম রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের।

শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন আরেক বঙ্গসন্তানঅভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও।

প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকেও পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হচ্ছে।

পদ্মভূষণের তালিকায় রয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাই।

মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

এবার পদ্ম সম্মানের জন্য ১২৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পদ্মভূষণ পাচ্ছেন ১৭ জন। ভারত রত্ন ও পদ্মবিভূষণের পর পদ্মভূষণ হল তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।

শিল্প, সামাজিক কাজ, বিজ্ঞান ও কারিগরি, বাণিজ্য ও শিল্প, মেডিসিন, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর পদ্ম সম্মান দেওয়া হয়ে থাকে।

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১০৭ জন। এর মধ্যে রয়েছেন, সঙ্গীতশিল্পী সোনু নিগম, অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া।

পদ্মভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের কৃষ্ণ এলা ও সুচিত্রা এলা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img