পাকস্থলীর ক্যানসার পৌঁছে গিয়েছিল তৃতীয় পর্যায়ে। আর মাত্র ৬ মাস ওষুধ খেয়েই অবিশ্বাস্যভাবে ক্যান্সার থেকে সেরে উঠলেন মৃত্যু পথযাত্রী ক্যারি ডাউনি (Carrie Downey) নামে ৪২ বছরের এক মহিলা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটানা ৬ মাস ডোস্ট্যারলিম্যাব (Dostarlimab) নামক ওষুধটি খেয়েই মৃত্যুকে হারিয়ে দিয়েছেন ওয়েলসের বাসিন্দা ক্যারি। এখনও পর্যন্ত পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্য ৫ শতাংশের উপর এই ওষুধ কার্যকর হয়েছে।
পাকস্থলীর ক্যানসারে আক্রান্তদের মধ্যে খুব অল্প সংখ্যক রোগীকেই ডোস্ট্যারলিম্যাব ওষুধটি প্রেসক্রাইব করা হয়। ক্যারি সেই গুটিকয়েক মানুষের মধ্যে এক জন। একমাত্র ওয়েল্স আর ইটালিতেই পাকস্থলীর ক্যানসারের চিকিৎসায় এই ওষুধটি প্রয়োগ করা হয়।
এক বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে৷ হার্নিয়ার অপারেশনের পর ক্যারি পেটে যন্ত্রণা অনুভব করতে থাকেন। পরীক্ষায় তাঁর পেটে টিউমারের অস্তিত্ব মেলে। অস্ত্রোপচার ঝুঁকির হবে বুঝতে পেরে চিকিৎসকরা ক্যারিকে ডোস্টারিলিম্যাব ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি তাঁর দু’টি স্ক্যান করা হয়েছে। তাঁর শরীরে কোনও রোগের চিহ্ন মেলেনি। ক্যারির বায়োপসি রিপোর্টেও ক্যানসারের কোনও কোষ ধরা পরেনি।
ডোস্টারিলিম্যাব হল একটি ইমিউনোথেরাপি, যেটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ক্যানসার আক্রান্ত কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
Swansea Bay University Health Board-এর পক্ষ থেকে জানাানো হয়েছে, একটি বিশেষ ধরনের ক্যানসারের চিকিৎসার জন্য ডোস্টারিলিম্যাব দেওয়া হয়৷ এই ওষুধে অস্ত্রোপচার এড়ানো যায়, রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিতে হয় না।