ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এই কাজে নজরদারির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ এবং ২৬ মে, এই দু’দিন তিনি নবান্নে থাকবেন এবং কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপর নজর রাখবেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্ন এবং উপান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানেই সর্বক্ষণ থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। আমফানের সময় একইভাবে নবান্নে থেকে পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন মমতা।
সেখানে থেকেই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমনটা তিনি করেছিলেন আমপানের ক্ষেত্রেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিকরা।
আবহবিদদের ধারণা, এই ঘূর্ণিঝড় আমফানের মতো অতটা বিধ্বংসী চেহারা নেবে না। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে ক্ষতির আশঙ্কা রয়েছে।