হোমদেশDelhi : কয়লা সঙ্কটের জের, অন্ধকারে ডুবে যেতে পারে দিল্লি

Delhi : কয়লা সঙ্কটের জের, অন্ধকারে ডুবে যেতে পারে দিল্লি

Delhi : কয়লা সঙ্কটের জের, অন্ধকারে ডুবে যেতে পারে দিল্লি

কয়লা সঙ্কটের জেরে ঘোরতর বিদ্যুৎ বিপর্যয়ের মুখে রাজধানী দিল্লি। দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈনের আশঙ্কা, আগামী ২ দিনের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা না পৌঁছেলে, দিল্লিতে অন্ধকার নেমে আসবে।

তিনি বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কমপক্ষে ন্যূনতম এক মাসের কয়লা মজুত থাকা উচিত। কিন্তু দিল্লির তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে এখন মাত্র এক দিনের কয়লা মজুত রয়েছে। এর মধ্যে কয়লা যদি না মেলে, তা হলে পুরো দিল্লিতে ব্ল্যাকআউটের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।”

পরিস্থিতির গুরুত্ব বিচার অবিলম্বে কয়লা সরবরাহের আর্জি জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার।

কেন্দ্রের বিরুদ্ধে কোভিডের সময় অক্সিজেনের সঙ্কটের মতো কয়লা নিয়েও রাজনীতির অভিযোগ তুলেছেন সত্যেন্দ্র সঙ্কট জৈন।

তাঁর কথায় “কয়লা নিয়ে রাজনীতি চলছে। প্রথমে সঙ্কট তৈরি করে, পরে তা সমাধান করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা চলছে।”

গ্যাস পরিচালিত ১৩০০ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে দিল্লিতে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img