হোমPlot1অমৃত ভারত প্রকল্প: মধ্যমগ্রাম, বারাসত, দমদম স্টেশন পরিদর্শনে ডিআরএম

অমৃত ভারত প্রকল্প: মধ্যমগ্রাম, বারাসত, দমদম স্টেশন পরিদর্শনে ডিআরএম

অমৃত ভারত প্রকল্প: মধ্যমগ্রাম, বারাসত, দমদম স্টেশন পরিদর্শনে ডিআরএম

অমৃত ভারত প্রকল্পে রাজ্যের স্টেশনগুলির সংস্কারের কাজ চলছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার মধ্যমগ্রাম, বারাসত ও দমদম স্টেশন পরিদর্শন করেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম। তাঁর সঙ্গে ছিলেন রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরা।

শ্রী নিগম কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কাজে আরও গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার ওপরও জোর দেন তার।

অমৃত ভারত প্রকল্পের লক্ষ্য হল, স্টেশনগুলির আধুনিকীকরণের মাধ্যমে বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদান করা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img