স্বাস্থ্য বিমার ক্ষেত্রে নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনল আইআরডিএআই। এতদিন পর্যন্ত হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েড, হাঁটুর সমস্যার মতো রোগের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সুযোগ পেতে ৪ বছর পর্যন্ত অপেক্ষা করতে হত। অর্থাৎ, পলিসি করার আগে থেকেই যদি গ্রাহকের এই রোগগুলি থেকে থাকে, তাহলে পলিসি নেওয়ার পর ৪ বছর পর্যন্ত চিকিৎসায় কোনওরকম সুবিধা পেতেন না রোগীরা।
তবে এবার এই নিয়মে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। আইআরডিএআই জানিয়েছে, ১ এপ্রিল থেকে এই সব রোগের চিকিৎসায় বিমার সুবিধা পেতে হলে, ৪ বছরের পরিবর্তে ৩ বছর অপেক্ষা করতে হবে। তবে কোনও বিমা সংস্থা চাইলে, পলিসি করার পর থেকেই এই সব রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা প্রদান করতে পারবে। এক্ষেত্রে কোনও সর্বনিম্ন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।